• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

১২ মে ২০১৯, ১০:৩৫
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশু নিহত (ছবি : সংগৃহীত)

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বিকালে জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- ৮ নম্বর ব্লকের বাসিন্দা ছৈয়দ আমিনের ছেলে রোহান (৫) ও আব্দুর শুক্কুরের ছেলে সোহেল (৮)।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার বিকালে বাড়ির পাশে পাহাড়ের নিচে খেলা করছিল রোহান, সোহেল ও সফুর আলম। এ সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলে পাহাড়ের নিচে চাপা পড়ে তিন শিশু। স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে সফুরকে উদ্ধার করা গেলেও অন্য রোহান ও সোহেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, শিশুদের মাটি চাপার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। তারা পৌঁছে দুই শিশুকে মৃত অবস্থায় পায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড