• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদা চেয়ে গণধোলাই খেলেন যুবলীগ নেতা

  সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ

০৯ মে ২০১৯, ১৯:৫০
মানিকগঞ্জ
সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশী

তামাক কোম্পানি জাপান টোব্যাকো কর্মকর্তাদের নিকট চাঁদা চাওয়াকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশীকে মারধর করেছে তামাক কোম্পানির লোকজন ও স্থানীয় কৃষকেরা। পরে স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা এলাকায় এই ঘটনাটি ঘটে।

জাপান তামাক টোব্যাকো কোম্পানির বরাইদ এলাকার ফিল্ড সুপারভাইজার মো. ঈনাম আলী দৈনিক অধিকারকে জানান, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশী বিভিন্ন সময়ে মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিল। তাকে স্থানীয় যুবলীগ কার্যালয়ে যেতে বলেন এবং কিছু খরচাপাতি দিতে বলেন। তিনি ওই কার্যালয়ে না যাওয়ায় সকালে স্থানীয় কিছু যুবলীগ নেতা তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে সুভাষ রাজবংশী তামাক কোম্পানির লোকজনকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।

জাপান তামাক টোব্যাকো কোম্পানির বরাইদ এলাকায় কর্মরত কর্মী নাঈম হোসেন দৈনিক অধিকারকে জানান, চাঁদা না পেয়ে সকালে সুভাষ রাজবংশী, সোহেল মিয়া ও রফিকুল ইসলাম মাঠু তার লোকজন নিয়ে তামাক বিক্রয়কেন্দ্রে এসে তাকে মারধর করেন।

পরে তিনিসহ আশেপাশের কৃষকেরা সুভাষকে ধাওয়া ও মারধর করে সরিয়ে দেন। স্থানীয় চেয়ারম্যান সুষ্ঠু সমাধান করে দিবে বলে আশ্বাস দেওয়ায় তারা কোনো আইনের আশ্রয় নেয়নি বলেও জানান তিনি।

সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশী দৈনিক অধিকারকে জানান, জাপান তামাক টোব্যাকো কোম্পানির বরাইদ এলাকার ফিল্ড সুপারভাইজার মো. ঈনাম আলীকে ইফতার করার জন্য এবং চা খাওয়ার জন্য তাদের অফিসে নিমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিষয়টি তিনি ভিন্নভাবে বুঝাতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ দৈনিক অধিকারকে জানান, তামাক কোম্পানির লোকজন মুঠোফোনে বিষয়টি জানালে তিনি সেখানে যান। কোম্পানির কর্মকর্তাদের সাথে যুবলীগ নেতার ভুল বুঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার বিকালে একত্রে বসে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হবে বলেও জানান তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দৈনিক অধিকারকে জানান, চাঁদা দাবি বা যুবলীগ নেতাকে মারধর করার বিষয়ে লিখিতভাবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড