নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার কৌন্ধারপাড়া ও সবুজপাহাড় কলেজ এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে শিবপুর সবুজপাহাড় কলেজ এলাকায় ওই বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে একই উপজেলার কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানান ওসি হাফিজুর রহমান।
ওডি/এসএএফ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪, ০১৯০৭৪৮৪৮০০
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড