• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোটিপতির ছেলের আগুনে গরিবের স্বপ্ন ছাই

  নোয়াখালী প্রতিনিধি

০৭ মে ২০১৯, ২০:৫৫
মো. শাহেদ
আপন জুয়েলার্সের মালিক জসিম উদ্দিনের ছেলে মো. শাহেদ (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মিলনের ফলের দোকান আগুনে ভস্মীভূত করেছেন কোটিপতি স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক জসিম উদ্দিনের ছেলে মো. শাহেদ। তার দেওয়া আগুনে পুড়ে ছাই হলো মিলন নামে এক ফল ব্যবসায়ীর স্বপ্ন ও ভবিষ্যৎ।

মঙ্গলবার (৭ মে) দুপুর ২টায় বসুরহাটে আপন জুয়েলার্সের সামনে থেকে ফল ব্যবসায়ী মিলনকে উচ্ছেদ করার জন্য তার দোকানে পেট্রোল ঢেলে আগুন দেয় শাহেদ। পরবর্তীতে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ শাহেদকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফল ব্যবসায়ী দৈনিক অধিকারকে প্রশ্ন করে বলেন, শাহেদের এমন আচরণের বিচার কি হবে? নাকি সেটিও টাকার ভারে পিষ্ট হবে। পুলিশ তাকে কোনো বিচার ছাড়া ছেড়ে দিলে এ গরিব মানুষগুলোর প্রতি আরও বেশি অত্যাচার বেড়ে যাবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, আপন জুয়েলার্সের মালিকের ছেলে তার দোকানের সামনে রাখা একটি খাচির মধ্যে আগুন দিয়েছে। তবে কোনো দোকানে আগুনের ঘটনা ঘটেনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড