• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

  রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

০৭ মে ২০১৯, ১৭:৪৭
চট্টগ্রাম
গ্রেফতার দুই ডাকাত (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুই পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম পাহাড় ডিঙ্গল লোঙ্গা এলাকার নুরুল আবছারের ছেলে নুরুচ্ছাফা তালুকদার ওরফে পারভেজ (৩০) এবং রাউজান থাকার নোয়াজিশপুর ইউনিয়নের মোহাম্মদ সিকদারের নতুন বাড়ি এলাকার দিদারুল আলমের ছেলে নুর উদ্দিন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ১টি ছুরি, ২টি কিরিচ, ২টি রামদা, ২টি লোহার কোরাবারী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ইসলামপুরের সাবেক ইউপি সদস্য আবদুস সাত্তারের বাড়িতে গত ৪ এপ্রিল হওয়া ডাকাতির ঘটনার অন্যতম মূল নায়ক এই দুই ডাকাত।

গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার শান্তিরহাট বাজার থেকে প্রথমে নুরুচ্ছাফা তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী লালানগরে অভিযান চালালে ওই এলাকার আলমশাহপাড়া ভাড়া বাসা থেকে নূর উদ্দিনকে গ্রেফতার করা হয়। এই সময় তার ভাড়া ঘর সংলগ্ন রাস্তার পাশে মাটির নিচে লুকিয়ে রাখা সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ খুন, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও এলাকায় তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে।

তারা রাঙ্গুনিয়াসহ আশেপাশের উপজেলায় নিয়মিত ডাকাতি করে চলেছে। ইসলামপুরের ডাকাতির ঘটনায় তারা দুজন অন্যতম পরিকল্পনাকারী এবং ডাকাতি কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ইসলামপুরে সাবেক ইউপি সদস্য আবদুস সাত্তারের ঘরে গত ৪ এপ্রিল গ্রিল কেটে ২০-২২ জনের ডাকাত দল ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ১৮টি মোবাইল সেট, বেশকিছু দামি শাড়ি ও ব্যবহৃত জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

তাদের ডাকাতি কাজে বাধা দেওয়ায় বৃদ্ধ নারীসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। এই ঘটনার একমাস পর ৪ মে ডাকাতির ঘটনায় জড়িত ১০ মামলার সাজাপ্রাপ্ত আসামি ডাকাত সেলিম, ৫ মে ডাকাত মিজান, আজাদ, সুব্রত দে, মতিনকে গ্রেফতার করে পুলিশ।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড