• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পথচারীদের গলার কাঁটা একটি বটগাছ

  আল মামুন জীবন, ঠাকুরগাঁও

২৬ এপ্রিল ২০১৯, ২০:১৪
ঠাকুরগাঁও
দুর্ঘটনা সৃষ্টিকারী বটগাছ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিসের সামনে বালিয়াডাঙ্গী-লাহিড়ী যাতায়াতের রাস্তার পশ্চিম পার্শ্বের একটি বটগাছ পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন এবং এলাকার প্রায় ১০-১৫ হাজার পথচারী চলাচল করে। গাছটি পারাপারের সময় গত ৩ বছরে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কেউ হারিয়েছেন পা, কেউ নষ্ট করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও পথচারীরা গাছটি কাটার জন্য বহুবার বিভিন্ন দপ্তরে মৌখিকভাবে জানালেও কোনো ফল পায়নি। তবে গাছটি কাটার বিষয়টি নিয়ে ২০টিরও বেশি উপজেলা মাসিক সমন্বয় সভায় আলোচনা, দুজন জেলা প্রশাসক এবং ৩ জন ইউএনও যোগদানের পর পদক্ষেপের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি গাছটি কাটার বিষয়ে।

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষে দায়িত্ব গ্রহণের সময় সর্বশেষ গাছটি কাটার বিষয়ে পদক্ষেপ নিবেন বলে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাট থেকে পাট ক্রয় করে ঠাকুরগাঁও উদ্দেশে যাওয়ার সময় গত ২০১৭ সালের ৪ এপ্রিল এবং ১০ সেপ্টেম্বর পাট বোঝাই ট্রাক বট গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্বের ড্রেনের ওপর উল্টে যায়। এতে ড্রাইভার আহত হয় এবং আংশিক পাট ড্রেনের নোংরা পানিতে নষ্ট হয়।

কয়েকদিন পূর্বে একইভাবে গাছটি পারাপারের সময় ধাক্কা লেগে একটি পাওয়ার ট্রিলার উল্টে গেলে পেছনে থাকা মিস্ত্রীপাড়া গ্রামের এক মোটরসাইকেল চালকের পা ভেঙে যায়।

গত ৪ এপ্রিল ২০১৭ সালে পাট ভর্তি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা দেখে বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি ও ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদলী হয়ে যাওয়া তৎকালীন উপজেলা নিবার্হী অফিসার আ. মান্নানের বরাবরে গাছটির ডাল কর্তনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট ২১ জুন ২০১৭ তারিখে গাছের ডাল কর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটি পত্র প্রেরণ করেন। কিন্তু সেই আবেদন করার পর দীর্ঘ প্রায় ২বছর অতিবাহিত হলেও কোনো সুফল পায়নি এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং পথচারীরা।

বদলী হয়ে যাওয়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামানের সাথে যোগদানের পর মত বিনিময় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহম্মদ আলী দৈনিক অধিকারকে জানান, এ গাছটির বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। উপজেলা উন্নয়ন সভায় আলোচনান্তে রেজুলেশনও হয়েছে। এতে কোনো কাজ হয়নি। আর কত দুর্ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেবেন প্রশাসন।

ওই সভায় জেলা প্রশাসক স্থানীয়ভাবে বসে সিদ্ধান্ত নিয়ে তাকে অবগত করতে বলেন। তিনি বদলী নিয়ে চলে যাওয়ার পরে দুজন ডিসি দায়িত্ব পেলেও কেউই গাছটি কাটার বিষয়ে কোনো উদ্যোগ নেননি।

গত বৃহস্পতিবার বদলী নিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ। তিনি জানান, গাছটি কাটার বিষয়ে উপজেলা চেয়ারম্যান উদ্যোগ নিবেন।

উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নতুন উপজেলা নির্বাহী যোগদান করলেই প্রথমেই গাছটি যতদ্রুত সম্ভব কাটার ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে ঝুঁকি ছাড়াই ওই রাস্তায় চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেয়া হবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড