• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় ভুয়া বিচারপতি আটক

  নওগাঁ প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, ১৭:৩০
নওগাঁ
আটক ভুয়া বিচারপতি

নওগাঁয় বিচারপতি পরিচয় দানকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। সুপ্রিম কো‌র্টের হাইকোর্ট ডি‌ভিশ‌নের বিচারপ‌তি শওকত হো‌সেন না‌মে প‌রিচয়দানকারী নওগাঁর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ কর্তৃক গ্রেফতারকৃত ব্য‌ক্তির আসল নাম আনোয়ার হো‌সেন(৪৩)।

গ্রেফতারকৃত আনোয়ার হো‌সেনের বা‌ড়ি দিনাজপু‌রের খানসামা উপ‌জেলায়। তি‌নি পেশায় রিকশা চালক। কিন্তু কথাবার্তায় অত্যন্ত স্মার্ট।

পু‌লিশ সুপার ইকবাল হো‌সেন দৈনিক অধিকারকে জানান, ২০১৭ সা‌লে নওগাঁর পোরশা থানার চাঞ্চল্যকর আতিবুর হত্যা মামলার ২৪ জন আসামির ম‌ধ্য‌ থে‌কে ১২ নম্বর আসামি তৌ‌ফিক শাহ চৌধুরী‌কে মামলা থে‌কে অব্যাহ‌তি দেওয়ার জন্য মুখ্য বিচা‌রিক হা‌কিম (সি‌জিএম) ও অতি‌রিক্ত মুখ্য বিচা‌রিক হা‌কিম‌কে (অ্যাডিশনাল সি‌জিএম) গত ৫ মাস যাবত বিচারপ‌তি শওকত হো‌সেন প‌রিচ‌য়ে চাপ দি‌য়ে আস‌ছি‌লেন আনোয়ার হো‌সেন। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় এক প্রেস ব্রি‌ফিংয়ে এ পু‌লিশ সুপার এসব তথ্য জানান।

পু‌লিশ সূত্রে আরও জানা যায়, ভুয়া বিচারপ‌তি প‌রিচ‌য়ে আনোয়া‌রের এসব কর্মকা‌ণ্ডের সা‌থে গুরুত্বপূর্ণ রাজ‌নৈ‌তিক নেতা, সরকারি কর্মকর্তা ও আদাল‌তের কর্মচারী‌দের সং‌শ্লিষ্টতা আছে।

উল্লেখ্য, হাইকোর্ট ডি‌ভিশ‌নের বিচারপ‌তি শওকত হো‌সেন এক সময় নওগাঁ জেলা ও দায়রা জ‌জ হি‌সেবে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড