• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  কুড়িগ্রাম প্রতিনিধি

২৪ এপ্রিল ২০১৯, ২০:২২
কুড়িগ্রাম
অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম

কুড়িগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের প্রবেশ পথে খেদাবাগ এলাকা থেকে উচ্ছেদের কাজ প্রথম শুরু করা হয়। এর আগে গত কয়েকদিন ধরে মাইকিং করে অবৈধ দখলদারদের স্থাপনা সমূহ নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হলে বেশিরভাগ মানুষ তা সরিয়ে নেয়। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক এলাকায় এখনো স্থাপনা সরানো হয়নি।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের উপ-সচিব, এস্টেট ও আইন কর্মকর্তা, মাহবুবুর রহমান ফারুকী দৈনিক অধিকারকে জানান, কুড়িগ্রাম সড়ক বিভাগধীন জাতীয় মহাসড়ক (এস-৫০৬) কুড়িগ্রাম অংশে সওজ অধিদপ্তরের ভূমি হতে অবৈধ দখলদার, স্থাপনা উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

উচ্ছেদের শুরুতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় প্রায় অর্ধশত ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাশাপাশি ৭ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আমিন বাজার, চওড়া বাজার, খেদাবাগ, কাঁঠালবাড়ী বাজার, আরডিআরএস বাজার, আগমনি বাজার ও ত্রিমোহনী বাজারে অভিযান চালানো হয়।

কুড়িগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন জানান, সরকারি সিদ্ধান্তে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল। সেই প্রেক্ষিতে বুধবার সকালে ঢাকা থেকে আসা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড