• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫ দিনেও গ্রেফতার হয়নি প্রতিবন্ধী ধর্ষণের আসামি

  রাণীনগর প্রতিনিধি, নওগাঁ

২৪ এপ্রিল ২০১৯, ১৮:৪১
নওগাঁ
রাণীনগর থানা

নওগাঁর রাণীনগরে বাক প্রতিবন্ধী যুবতিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে ধর্ষণের ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের ১৩ দিন অতিবাহিত হলেও ধর্ষণ মামলার আসামি সুটকাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি গোবিন্দ চন্দ্র সুটকা বর্তমানে পলাতক থাকায় ও তার পরিবার এলাকার প্রভাবশালী হওয়ায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন প্রতিবন্ধী যুবতীর পরিবার।

জানা গেছে, রাণীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা গত বুধবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্থানীয় এক জনৈক ব্যক্তির বাক প্রতিবন্ধী মেয়েকে (২২) বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে কৌশলে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী ওই যুবতি বাড়িতে এসে তার মাকে কিছুটা ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষণের কথা বলে। ঘটনাটি গ্রামে জানাজানি হলে ওই দিন রাতে ও পরদিন ১১ এপ্রিল রাতে আতাইকুলা গ্রামে কয়েক দফা শালিস-বৈঠকের মাধ্যমে এলাকার কতিপয় মোড়লরা নগদ ২ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপার ব্যর্থ চেষ্টার মাধ্যমে আসামিকে কৌশলে পালিয়ে যেতে সহায়তা করে।

এ ঘটনায় প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে গত ১২ এপ্রিল গোবিন্দ চন্দ্র ওরফে সুটকাকে আসামি করে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের দিনেই যুবতির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ ব্যাপারে বাক প্রতিবন্ধী যুবতীর মা বলেন, ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও আসামি সুটকাকে গ্রেফতার করতে পারেনি রাণীনগর থানা পুলিশ। আসামি গ্রেফতার না হওয়ায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। তবে পুলিশের পক্ষ থেকে তাদের সুষ্ঠু বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান দৈনিক অধিকারকে বলেন, আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে আসামি দেশের যে প্রান্তেই থাক না কেন সন্ধান পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে। এছাড়া সুষ্ঠু বিচারের জন্য যতটুকু আইনি সহায়তা প্রয়োজন আমাদের পক্ষ থেকে তা করা হবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড