• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ছাত্র বলাৎকারের অভিযোগে কওমী শিক্ষক আটক

  ফেনী প্রতিনিধি

২৪ এপ্রিল ২০১৯, ১০:৪৫
আবদুর রহমান
অভিযুক্ত শিক্ষক আবদুর রহমান ( ছবি : দৈনিক অধিকার )

ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্র বলাৎকারের অভিযোগে আলীপুর আল জামিয়াতুল ইসলামিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস কওমী মাদ্রাসার শিক্ষক আবদুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে ওই মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরাফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ওই মাদ্রাসার ৩য় শ্রেণির এক ছাত্রকে বলাৎকার করে শিক্ষক আবদুর রহমান। পরদিন শিশুটি উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করম উল্লাপুর গ্রামের নিজ বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে তার মাকে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে শিশুর বাবা ঘটনাটি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) সমি উদ্দিন জানান, পুলিশ অভিযুক্ত আবদুর রহমানকে আটক করেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড