• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাতকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৩ বসতঘর

  অধিকার ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ০৩:২০
অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগুন লেগে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় ১৩টি পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঠারচৌকা গ্রামে এ আগুনে বসতঘর পোড়ার ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ভুক্তোভোগী এলাকাবাসী।

অগ্নিকাণ্ডের বিষয়ে ভুক্তোভোগীরা জানান, মঙ্গলবার বিকালে ঠারচৌকি গ্রামের প্রবাসী চান্দ আলীর বসত বাড়িতে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করলেও একে একে ১৩টি বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে গ্রামের চেরাগ আলী, রহমত আলী, ফারুক মিয়া, নুরুল মিয়া, হোসাইন আহমদ, হাছাইন আহমদ, আব্দুস ছালাম, আবুল কালাম, আবুল মিয়া, আরজু মিয়া, এমরান মিয়া ও আব্দুল রহমানের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

এ আগুনে বসতঘরের সঙ্গে সঙ্গে কাতার প্রবাসী চান্দ আলীর ভিসাসহ পাসপোর্ট ও বিমানের ফিরতি টিকিট পুড়ে গেছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র দেব। তিনি জানান, আগুনে একাধিক বসতবাড়ি মালামালসহ ভস্মিভুত হয়েছে।

ওডি/এএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড