• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

  খুলনা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, ১৪:৪৬
ভোটার হালনাগাদ
খুলনায় শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম (ছবি : দৈনিক অধিকার)

খুলনা সিটি করপোরেশনে আজ থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম। পর্যায়ক্রমে চলবে জেলার উপজেলাগুলোতে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্ভোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যান্ত তথ্য সংগ্রহকরা ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ২০০৪ সালের ১ জানুয়ারি ও তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। আর এই সংগ্রহিত তথ্যর ভিত্তিতে ১৮ বছর পূর্ণ হলে ভোটার তালিকায় আর্ন্তভুক্ত করা হবে। একই সঙ্গে যে সকল ভোটার মারা গেছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই তথ্য সংগ্রহের পর নির্ধারিত সময় ও স্থানে ছবি তোলা হবে নতুন ভোটারদের। আগামী ১৩ মে পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড