• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২২ এপ্রিল ২০১৯, ২০:৫৫
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের দায়ে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি। এদের মধ্যে সাইফুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বি-বাড়িয়া মার্কেটে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুমাইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০ হাজার ও আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আটক তিনজনের মধ্যে সাইফুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি দুইজনকে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড