• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে অসহায় রোগীদের সহায়তায় চেক বিতরণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৯, ১৭:৫১
কুড়িগ্রাম
চেক প্রদান অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামে ক্যানসার, লিভার সিরোসিস, প্যারালাইজ ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৮ জন অসুস্থ রোগীদের সহায়তা প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

রবিবার (২১ এপ্রিল) জেলা প্রশাসন উত্তরণ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

এ সুবিধা পাওয়ার জন্য রোগীরা অনলাইনে আবেদনের করেন। এর পর স্থানীয় যাচাই-বাছাই কমিটি সুপারিশ করে কেন্দ্রীয় সমাজসেবা অধিদপ্তরে তালিকা প্রেরণ করেন। পরে কেন্দ্রীয় বাছাই কমিটি প্রকৃত রোগীকে সনাক্ত করে অনুদানের চেক অনুমোদন করেন।

সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সমাজসেবা অফিসের উপপরিচালক ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, প্রমুখ।

উল্লেখ্য, সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে এই কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত ৩৬০ জন রোগীকে সহায়তা প্রদান করা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড