• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিহাতীতে কারারক্ষীসহ ৪ ফেনসিডিল ব্যবসায়ী আটক

  কালিহাতী প্রতিনিধি, টাঙ্গাইল

২১ এপ্রিল ২০১৯, ১৩:৫৯
আটক
ফেনসিডিলসহ আটক মাদক কারবারিরা (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কারারক্ষীসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০১ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

আটককৃত কারারক্ষী রাজু কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে কারারক্ষী হিসেবে বাগেরহাট কারাগারে কর্মরত আছেন।

অন্যান্যরা হলেন- ভেড়ামাড়া এলাকার সাহাবুল ইসলাম, দৌলতপুর দারেরপাড়া পাকুরিয়া গ্রামের ফয়সালের ছেলে আনোয়ার পারভেজ, দারেরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ফরহাদ পারভেজ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকার যোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই চার ব্যক্তি। প্রাইভেটকারটি বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন কারারক্ষী রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার (২১ এপ্রিল) তাদের টাঙ্গাইল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড