• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘চেতনা-৭১’

  সাতক্ষীরা প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১৮:৫০
সাতক্ষীরা
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখছেন (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ‘চেতনা-৭১’ শীর্ষক ভিন্নধর্মী প্রামাণ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক নিভারানী পাঠক, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা এ সময় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস সবার সামনে তুলে ধরাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘চেতনায় ৭১’ উজ্জল দৃষ্টান্ত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড