• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে সড়কের ধুলাবালি থেকে রক্ষা পেতে মানববন্ধন

  রাজবাড়ী প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১৮:৩২
রাজবাড়ী
মানববন্ধনরত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

রাজবাড়ীতে মহাসড়কের ধুলাবালি ও দূষণ থেকে বাঁচতে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসীরা মানববন্ধন করেছে।

শনিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় শহীদ ডা. লেফটেন্যান্ট নুরুল ইমাম বাগমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী এবং এলাকাবাসী।

প্রায় এক বছর ধরে চলমান উন্নয়নমূলক কাজের ফলে বাগমাড়া সড়ক হতে ধাওয়াপাড়া পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকা জুড়ে প্রচণ্ড পরিমাণ ধুলাবালির কারণে এ এলাকার তিনটি স্কুলের শিক্ষার্থী ও জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছে।

অতিরিক্ত ধুলার কারণে এলাকার সাধারণ মানুষ ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এলাকাবাসী ও স্থানীয়রা এই ধুলাবালির হাত থেকে বাঁচতে মানববন্ধনে অংশ নেন।

শিক্ষার্থী ও এলাকাবাসীরা দাবি জানান, ধুলাবালি নিবারণ করতে প্রতিদিন এ রাস্তায় কমপক্ষে তিনবার পানি দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্কুলের প্রধান শিক্ষক সাজেদা বেগম, সহকারী শিক্ষক লতিফা বেগম, মিজানপুর ইউনিয়ন সদস্য মো. মোস্তফা মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, নিয়ম করে প্রতিদিন রাস্তায় যদি তিনবার পানি দিয়ে ধুলা বালি রোধ না করা হয় তাহলে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, এখন থেকে নিয়মিত এ রাস্তায় ধুলাবালি নিবারণের জন্য পানি দেওয়া হবে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড