• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিন তাড়াতে গায়ে আগুন!

  ভোলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১০:৩৮
ভোলা সদর হাসপাতাল
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জোসনা। (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় জিন তাড়ানোর নামে গায়ে কেরোসিন মেখে ঝাড়ফুঁকের সময় আগুনে শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে জোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ জোসনা বেগম প্রবাসী জসীমের স্ত্রী এবং চার সন্তানের জননী।

অগ্নিদগ্ধ অবস্থায় জোসনাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের মা মাহফুজা জানান, কিছুদিন ধরে তার মেয়ে জোসনা বেগম অস্বাভাবিক আচরণ শুরু করে। এটাকে জিনের আছর মনে করে তারা পার্শ্ববর্তী গ্রামের ওঝা বেলায়েত হোসেন ও তার নাতনি শিশু ওঝা খ্যাত রুনা বেগমকে (১৩) দেখায়। বৃহস্পতিবার রাতে শিশু ওঝা রুনা বেগম জোসনা বেগমের গায়ে কেরোসিন মেখে আগরবাতি ও ধূপ জ্বালিয়ে ঝাড়ফুকের এক পর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে রাতেই জোসনা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করায়।

ভোলা সদর হাসপাতালে জোসনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া চিকিৎসক জানান, আগুনে জোসনার শরীরের প্রায় ৫০ শতাংশ চামড়া পুড়ে গেছে।

ভোলা সদর থানার ওসি মো. ছগির মিঞা ও সদর থানার এসআই সাহবুল জানিয়েছেন, এ ঘটনায় শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে অভিযান চালিয়ে ওঝা বেলায়েত হোসেন ও তার স্ত্রী অহিদা বেগমকে আটক করেছে পুলিশ। তবে রুনাকে আটক করা হয়নি। এ ঘটনায় আরও অভিযান ও তদন্ত চলছে। এই ঘটনায় শিশু ওঝা রুনা জড়িত নয় বলে দাবি করছে আটক তার নানা-নানী।

এদিকে বিষয়টি নিয়ে ঐ এলাকাসহ পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওডি /এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড