• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ উপমন্ত্রী

  ফেনী প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, ০৫:৩১
পানিসম্পদ উপমন্ত্রী
ফেনীতে ভাঙনের শিকার মুহুরী নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। (ছবি : দৈনিক অধিকার)

প্রতিবারের বর্ষা মৌসুমে ভারতের উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ভাঙনের শিকার ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলার পরশুরাম এবং ফুলগাজী উপজেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর দূর্গাপুর এবং শ্রীচন্দ্রপুরের নদীর বাঁধ ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেন উপমন্ত্রী।

পরিদর্শনকালে বর্ষা মৌসুম শুরুর পূর্বেই এ অঞ্চলের মুহুরীসহ অন্যান্য নদীতে সৃষ্ট সকল ভাঙ্গা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন উপমন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

আরও পড়ুন :- লন্ডনে তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তাছাড়া এতে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল কাদেরসহ প্রমুখ।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড