• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুজনের গণস্বাক্ষর অনুষ্ঠানে নুসরাতের ভাইয়ের আর্তনাদ

  ফেনী প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, ০০:৩৮
নুসরাতের ভাই রায়হান
সুজনের গণস্বাক্ষর অনুষ্ঠানে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ভাই রায়হান। (ছবি : দৈনিক অধিকার)

নুসরাত হত্যাকাণ্ড ইস্যুতে ফেনীর সোনাগাজী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গণস্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ভাই রায়হান। সেখানে বোন হারানোর শোকে কাতর এই ভাই বলেন ‘আর যেন কেউ রাফি না হয়’। যদিও তিনি তখন এর বেশী আর কিছুই বলতে বা লিখতে পারেনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেওয়া অনেকেই নিজেদের চোখের পানির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা মাদরাসা ছাত্রী নুসরাতের এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সুজন সোনাগাজী শাখা আয়োজিত কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও ‘দৈনিক ফেনীর সময়’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম রাসেল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, সোনাগাজী আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক আবদুল হক, সুজন ফেনী পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক ইমন উল হক।

আরও পড়ুন :- লন্ডনে তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তাছাড়া জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি ইকবাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি ও কর্মসূচীর সমন্বয়ক শেখ আবদুল হান্নান এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম হিরণ, ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন নাহিদ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ইলিয়াস সুমন ও মুক্তিযোদ্ধা সন্তান নুরুল করিম সাইফুলসহ প্রমুখ।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড