• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামিন পেলেন হিরো আলম

  বগুড়া প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ১৮:০৯
হিরো আলম
হিরো আলম (ফাইল ফটো)

নারী নির্যাতন মামলায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত। তার শ্বশুর (বাদী) মামলায় আপোষ করায় এবং তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় আদালত তার জামিন দেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন শুনানির সময় হিরো আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।

হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান জানান, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানায়নি। তিনি আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি হিরো আলমের সঙ্গে সংসার করবেন। আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। এর আগে একটি সিনেমায় নায়কের ভূমিকায়ও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং নির্যাতনের অভিযোগে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৬ মার্চ হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড