• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচন

ভোটে অনিয়মের অভিযোগে জাপা প্রার্থীর মামলা

  মাগুরা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ১৬:২১
মামলা
জেলার নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয় (ছবি- দৈনিক অধিকার)

সম্প্রতি সমাপ্ত হওয়া মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী অ্যাড. হাসান সিরাজ সুজা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলার নির্বাচনি ট্রাইব্যুনাল-১ ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করে তিনি।

ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি আমলে নেন। নির্বাচনে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপারসহ নির্বাচনি কাজের যাবতীয় সরঞ্জাম আগামী ২১ এপ্রিলের মধ্যে আদালতে জমা দেওয়ার নিদের্শ দিয়েছেন তিনি।

মামলার এজাহারে হাসান সিরাজ সুজা অভিযোগ করেন, নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু নাসির বাবলুর সমর্থকরা। ভোটকেন্দ্রে প্রবেশ করে পিজাইডিং অফিসারদের ওপর চড়াও হয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর তারা নিজেরা ইচ্ছামত নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে।

উল্লেখ, গত ২৪ মার্চ জেলার সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে আবু নাসির বাবলুকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড