• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রকাশ্যে কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  গাজীপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৩
হত্যা
বামে হত্যাকাণ্ডের শিকার লিজা ও ডানে হত্যাকারী রাজু (ছবি- সংগৃহীত)

গাজীপুরে প্রকাশ্যে সাবিনা আক্তার লিজা (১৬) নামে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে রাজু (১৭) নামে এক ছাত্র। পরে স্থানীয়রা ঘাতক রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে জেলার কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ওই ছাত্রী কোনাবাড়ি ক্যামব্রিজ কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। ঘাতক রাজু লিংকন মিলেনিয়াম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ক্যামব্রিজ কলেজের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে কলেজে পরীক্ষা শেষে লিজা ও তার এক বান্ধবী বাসায় ফেরার পথে কোনাবাড়ি কাঁচাবাজার এলাকায় রাজু ছুরি দিয়ে লিজার বুকে ঘাড়ে আঘাত করে। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী রাজুকে আটক করে পুলিশে দেয়। লিজাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সাদিম আহমদ সুজন জানান, কলেজে আসা-যাওয়ার পথে লিজাকে উত্ত্যক্ত করত রাজু। তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিত। এ প্রস্তাবে লিজা রাজি না হওয়ায় তাকে হুমকি দেয়। বিষয়টি রাজুর মাকে মোবাইল ফোনে জানানোর পর দুইদিন আগে রাজু ও তার মা এ নিয়ে আর কোনো সমস্যা করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

কোনাবাড়ি থানার ওসি মো. এমদাদুল হক জানান, লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলার নিচে বুকে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। ছুরি উদ্ধার করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড