• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় প্রতিবন্ধীকে গণধর্ষণ, আটক ১

  পাবনা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০১৯, ২০:৪৩
পাবনা
ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ

পাবনায় মতি খাতুন নামের এক প্রতিবন্ধী যুবতীকে জোরপূর্বক ধরে মাঠে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের হরিপুর মাঠে।

আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান নির্যাতিতা যুবতীর স্বজনদের বরাত দিয়ে জানান, পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের মোতালেব হোসেনের প্রতিবন্ধী মেয়ে মতি খাতুন (২৮) নববর্ষের দিন সন্ধ্যার দিকে আতাইকুলা ফুপুর বাড়ি থেকে গয়েশবাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে শিবপুর এলাকার মাঠের মধ্যে পৌঁছালে ওই এলাকার কয়েকজন বখাটে যুবক তার মুখ চেপে ধরে তাকে মাঠের মধ্যে নিয়ে গণধর্ষণ করে।

সংবাদ পেয়ে মতির অভিভাবকেরা আতাইকুলা থানায় খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতেই শিবপুর গ্রামের হান্নানের ছেলে বখাটে বিপ্লবকে আটক করে। ধর্ষক বিপ্লবের দেয়া তথ্যানুসারে আতাইকুলা পুলিশ সোমবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার মঙ্গলগ্রাম থেকে অসুস্থ অবস্থায় মতিকে উদ্ধার করে।

এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান দৈনিক অধিকারকে বলেন, ধর্ষণের শিকার মতি মানসিকভাবে প্রতিবন্ধী। ধর্ষকরা আলামত নষ্ট করার জন্য ধর্ষণের পর মতিকে গোসল করিয়ে নতুন সালোয়ার কামিজ পড়িয়ে ছেড়ে দেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় একই এলাকার ৪/৫জন জড়িত আছে। মামলার প্রক্রিয়া চলছে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড