• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৫ এপ্রিল ২০১৯, ১৮:২৭
বিআইডব্লিউটিএ
বিআইডব্লিউটিএর অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তারাব এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তারাব এলাকা ও ডেমরার সুলতানা কামাল সেতুর সামনে থেকে কাচা, পাকা, আধা কাচা ও বালুর গদি, কাঠের স মিলসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী, উপ পরিচালক মো. শহীদুল্লাহসহ অনেকে।

বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিআইডব্লিউটিএর একটি ভেকু, টাগবোড ও অর্ধশত শ্রমিক হাতুড়ি, শাবল নিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

বেশ কয়েকজন অবৈধ স্থাপনার মালিক অভিযোগ করে বলেন, কোন প্রকার নোটিশ না দিয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা তাদের কার্যক্রম করেছে। তবে বিআইডব্লিউটিএর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই উচ্ছেদ করা হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড