• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৫ এপ্রিল ২০১৯, ১৭:৫৭
বিক্ষুব্ধ শ্রমিক
ম্যাক্স সোয়েটার কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন-ভাতা ও ওভার টাইমের দাবিতে ম্যাক্স সোয়েটার কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরাব ম্যাক্স সোয়েটার কারখানায় ঘটে এ ঘটনা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানার ৩০০ শ্রমিক ছাঁটাই, এক বছরের ওভার টাইম ও গত মাসের বকেয়া বেতন পাওনা ছিল শ্রমিকদের।

সোমবার সকাল ১০টায় বেতন পরিশোধ করার কথা ছিল কারখানা কর্তৃপক্ষের। কিন্তু কর্তৃপক্ষের লোকজন বেতন না দেওয়ার কথা স্বীকার করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে তারা কাজে যোগদান করেন। সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সকালে রাস্তা অবরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড