• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৭ এপ্রিল ২০১৯, ১১:৩৯
বন্দুকযুদ্ধ
ছবি : প্রতীকী

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) ভোরে সদর উপজেলায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত শরিফুল ডাকাত দলের সদস্য বলে পুলিশ দাবি করে।

নিহত শরিফুল ময়মনসিংহ সদরের বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের সদর উপজেলায় সারটিয়ায় তার মামার বাড়িতে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে গুড়ি ফেলে ব্যবসায়ীদের মালামাল লুট করে আসছে। এই সংবাদে পুলিশ ভোরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় শরিফুলকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত শরিফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড