• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ কেমন শত্রুতা!

  বরগুনা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০১৯, ২০:১৯
মিষ্টি কুমড়া
মিষ্টি কুমড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা (ছবি- দৈনিক অধিকার)

বরগুনার আমতলীতে সামসু গাজী নামে এক কৃষকের জমিতে ১২শ গাছের মিষ্টি কুমড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বাবুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার বৈঠাকাটা গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈঠাকাটা গ্রামের সামসু গাজী ২০ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমিতে ১২শ মিষ্টি কুমড়া গাছের চারা রোপন করেন। মঙ্গলবার রাতে ওই ক্ষেতের সব কুমড়া দুর্বৃত্তরা কেটে দেওয়া হয়। বুধবার (৩ এপ্রিল) সকালে ক্ষেতে গিয়ে কুমড়া কাটা দেখে স্থানীয়দের জানান ওই কৃষক।

কৃষক সামসু গাজী অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম গাজীর সঙ্গে আমার ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে নজরুল ইসলাম গাজী আর তার লোকজন আমার ক্ষতির জন্য মিষ্টি কুমড়া গাছের সব কুমড়া কেটে ফেলেছে। এতে আমার এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাঠ ভরা ক্ষেতের মিষ্টি কুমড়া গাছের অধিকাংশ কুমড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ওই কুমড়াগুলো বিক্রি করার মতো নয়।

আমতলী উপ সহকারী কৃষি অফিসার বাবুল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ক্ষেতের সব মিষ্টি কুমড়া কেটে ফেলেছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড