• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ড্রেনের কাজ শেষ না হতেই ধসে গেল স্লাব!

  কুড়িগ্রাম প্রতিনিধি

২৬ মার্চ ২০১৯, ২১:৩২
ড্রেনের স্লাব
কাজ শেষ না হতেই ধসে পড়া ড্রেনের স্লাব (ছবি : দৈনিক অধিকার)

২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থ হাট-বাজার উন্নয়নের জন্য রৌমারী হাট-বাজারে তিনটি প্যাকেজে সিসি ঢালাই রাস্তা, ড্রেন ও টয়লেট ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১৬০ মিটার ড্রেনের কাজ চলছে।

কাজ শেষ হতে না হতেই ১৪ লাখ টাকার বরাদ্দে ঠিকাদার নিম্নমানের কাজ করায় ২৬ মার্চ সকালে বাজারের মানুষ চলাচলের সময় ড্রেনের স্লাব ধসে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় হাটুরেদের ও দোকান মালিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এডিবির বরাদ্দে ১৫ লাখ টাকা ব্যয়ে রৌমারী বাজারে ১৬০ মিটার ড্রেনের কাজ মেসার্স সিয়াম ট্রেডার্স কাজটি পায়। গত ফেব্রুয়ারি মাসে এ প্রকল্পে কাজ শুরু করা হয়। ড্রেন নির্মাণকালে এলাকার লোকজন নিম্নমানের কাজ করার বাধা দেয়। এর পরেও সাব-ঠিকাদার রেজাউদ্দোলা রাসেল দলীয় প্রভাব খাটিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাতারাতি কাজ করেন। নির্মাণ কাজ শেষ না হতেই ড্রেনের প্রায় ১৪ ফুট স্লাব ভেঙে যায়। নিম্নমানের কাজ করায় স্থানীয় লোকজন তীব্র প্রতিবাদ জানান এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি করেন।

উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন বলেন, নিম্নমানের করায় তা ভেঙে দিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় বলেন, ভেঙে গেছে পুনরায় মেরামত করে দিবেন ঠিকাদার।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড