• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচন

‘সময় শেষ’এ প্রচারণা চালানোয় প্রার্থীসহ আটক ৩২

  শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর

২৩ মার্চ ২০১৯, ২০:২৮
আটক
ছবি : জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচ‌নের প্রচার প্রচারণার সময় শেষ হওয়ার পরও অবৈধভাবে প্রচারণা চালানোয় প্রার্থীসহ ৩২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী এড. শামসুল আলম প্রধানের কর্মী-সমর্থক।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে নুরুল ইসলাম (৩৮), উপজেলার খোজেখানী গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে কবির (৪২), কর্ণপুর গ্রামের কাদেরের ছেলে সাগর (৩৫), ভাংনাহাটি গ্রামের সিদ্দিকের ছেলে ফরিদ (৩৫), তালতলী গ্রামের বাবুলের ছেলে পলাশ (২০), খোজেখানী গ্রামের জিয়াউল হক সরকারের ছেলে রুবেল (৩০), বেড়াইদেরচালা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আসাদ (২৫), গোসিঙ্গা গ্রামের উসমান গণির ছেলে মানিক (৩৪), তালতলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাজিব (২২), ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মহিজ উদ্দিনের ছেলে জসিম (২২), খোজেখানী গ্রামের খালেকের ছেলে সোহাগ (২৩), কর্ণপুর গ্রামের আব্দুল লতিফ নুরুজ্জামান (৩৩), তালতলী গ্রামের মজিবর রহমানের ছেলে ফাহিম (২০), একই গ্রামের আজিজুলের ছেলে নয়ন (১৯), বেড়াইদেরচালা গ্রামের সাইদুর রহমানের ছেলে জসিম (৪০), কেওয়া চন্নাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল (৩৫), শ্রীপুর সদরের মতিউর রহমানের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে শেখ সাদী (২৫), একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে পলাশ (১৮), মাটিয়াগাড়া গ্রামের মনিরের ছেলে নাঈম (২০),

পেলাইদ দক্ষিণপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মানিক শেখ (৩৮), খোজেখানী গ্রামের মফিজ উদ্দিনের আজিজুল (৩৩), ভাংনাহাটি গ্রামের নুরুল ইসলামের আশরাফ (৩০), তালতলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে শরিফ (২০), খোজেখানী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আকরাম (৩৪), খোজেখানী গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু তাহের (৩২), দুলর্ভপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের মানিক মিয়ার ছেলে হৃদয় (১৮), মানিক মিয়ার ছেলে বায়তুল মোকারম (১৮), অমলের ছেলে ফয়সাল (১৮), আব্দুল লতিফের ছেলে শান্ত (২০), বরিশালের মুলাদী থানার চরকালেখা আনোয়ারের ছেলে কবির হোসেন (২০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জা‌বেদুল ইসলাম জানান, উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের প্রচার প্রচারণার সময় শেষ হওয়ার পরও প্রচারণা চালানোর সময় ৩২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড