• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগরপুরে নারী ভাইস চেয়ারম্যানকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ

  নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ১৫:৩৪
সাফিয়া ইউসুফ হুনুফার
নাগরপুর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া ইউসুফ হুনুফার (ছবি : দৈনিক অধিকার)

চতুর্থ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া ইউসুফ হুনুফার কলস প্রতীককে বিজয়ী করতে বনগ্রাম এলাকাবাসী ঐক্যবদ্ধ। ৩১শে মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে হুনুফাকে নির্বাচিত করার লক্ষে শুক্রবার (২২ মার্চ) বিকালে উপজেলার গয়হাটা ইউনিয়ের বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এক নির্বাচনি সভার আয়োজন করে।

সাবেক ইউপি সদস্য মো. আজিজুল হকের সভাপতিত্বে উক্ত সভায়- সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া ইউসুফ হুনুফা, ইউপি সদস্য মো. মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা মত বিনিময় শেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কলস প্রতীকে ভোট দিয়ে সাফিয়া ইউসুফ হুনুফাকে নির্বাচিত করার আহবান জানান।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া ইউসুফ হুনুফা বলেন, আমি নির্বাচনি এলাকার বিভিন্ন এলাকা ঘুরে আমার কলস প্রতীকে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবো।

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া ইউসুফ হুনুফা কলস প্রতীক নিয়ে ১২টি ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়ে নির্বাচনি এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনি এলাকার পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে সাফিয়া ইউসুফ হুনুফার কলস প্রতীকের প্রচারণায় মুখরিত হয়ে উঠছে।

কলস প্রতীকের প্রচারনা এভাবে চলতে থাকলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া ইউসুফ হুনুফা ৩১ শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় লাভ করবে বলে একাধিক ভোটার জানান।

এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড