• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুরতে গিয়ে না ফেরার দেশে শিক্ষার্থী

  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ০৯:৩২
অব্দুল ছালাম
মনু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী আব্দুল ছালাম

মৌলভীবাজারে নদীতে ডুবে আব্দুছ ছালাম (১৭) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুরের কটারকোনা ব্রিজ সংলগ্ন মনু নদীতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত সালাম নরসিংদী জেলার শিবপুর থানার আছকিরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, আব্দুছ ছালাম চলতি বছরে শিবপুর উপজেলার চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাধবকুণ্ড জলপ্রপাতসহ মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য একটি প্রাইভেট গাড়িযোগে ছালাম ও তার বন্ধু নওশাদ, কাওসার এবং তাদের প্রাইভেট কোচিং শিক্ষকসহ ১৪ জন সহপাঠী রওনা দেয়। শুক্রবার সকালে মাধবকুণ্ড জলপ্রপাত দেখে শমসেরনগরের মাধবপুর লেকের উদ্দেশে যাওয়ার পথে কুলাউড়া-শমসেরনগর রোডের কটারকোনাস্থ মনু ব্রিজের পৌঁছালে তারা নদীতে গোসল করার জন্য গাড়ি থেকে নেমে যায়। পরে সব বন্ধু ও তাদের সাথে থাকা প্রাইভেট কোচিংয়ের শিক্ষক সুলেমান ভুইঁয়া মিলে মনু নদীতে গোসল করতে নামে।

এক পর্যায়ে সবার দৃষ্টির অগোচরে ছালাম পানিতে ডুব দেয়। পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুজি ও চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে খুঁজতে থাকেন এবং না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ছালামকে নদী থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসাপতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর নাসের মো. রাশু তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বলেন, নিহত সালামের ভাই একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড