• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লিফলেট বিতরণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১৮:০৪
নিরাপদ সড়ক
সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি পথসভা ও লিফলেট বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন থেকে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, পথচারীদের গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহিদুল্লাহ, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা মো. বুরহান উদ্দিন, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলম মহিম তালুকদার, সদস্য সচিব মুমিত ইসলাম প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, আমরা সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা রোধে সচেষ্ট হই। মেনে চলি সকল নিয়মের অনুশাসন। আমাদের মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

পথসভা শেষে শহরের পথচারী ও বিভিন্ন চালকদের হাতে লিফলেট তুলে দেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড