• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন

  সুনামগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১৭:৩২
মানববন্ধন
বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দেড়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার নানা শ্রেণি-পেশার লোক অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হরিস চন্দ্র বর্মণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, নাজমা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই উপজেলায় অনেক বড় বড় হাওর রয়েছে। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলাকে বাদ দিয়ে হাওর অঞ্চল ঘোষণা করা হয়। অনিতি বিলম্বে এই উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রধান করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড