• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় দিনব্যাপী ক্যারিয়ার কর্মশালা

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ২৩:১৪
কর্মশালা
ছবি : নিজস্ব

বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটিতে ড্রিম টেকনোলজি এন্ড ইনস্টিটিউটের (ডিটিআই) আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার গঠন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির ক্ষুদ্র প্রয়াস। দেশের বেকার সমস্যা দূরীকরণে মূল হাতিয়ার হলো উদ্যেক্তা তৈরি করা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় এই কর্মশালা শেষ হয়।

ক্যারিয়ার গঠন অনুষ্ঠানে প্রায় ২শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুন্ড্র ইউনিভার্সিটির অব সাইন্স টেকনোলজির উপাচার্য ড. এ.কে.এম. আজাদ-উদ-দৌলা।বিশেষ অতিথি হিসেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফ্যাসিলিটি অব সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং এর প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমেদ চিশতী, প্রশাসন ও গণসংযোগ বিভাগের সহকারী নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে সেমিনারে প্রশিক্ষণমূল উদ্যেক্তা তৈরির বিষয়ে বক্তব্য রাখেন- ড্রিম টেকনোলজি এন্ড ইনস্টিটিউটের (ডিটিআই) পরিচালক ইঞ্জি. আলতাফ হোসেন।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এখন চাকুরী পাওয়া খুব কষ্টের ব্যাপার। বলতে গেলে চাকুরী মানে সোনার হরিণ। এই প্রতিযোগিতার বাজারে নিজেকে তাল মিলিয়ে গুছিয়ে তোলা অনেক কষ্টের। আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানতে এবং শিখতে পারি। সেমিনারে আমরা মোবাইল টেকনিশায়ান কিভাবে, করতে হয় তাছাড়া বিভিন্ন কাস্টমার কেয়ার চাকুরীর ক্ষেত্রে কোর্স অনেকটাই অতিগুরুত্বপূর্ণ। যা আমরা আজকে হাতে-কলমে সেমিনারের মাধ্যমে শিখতে পারলাম।

ড্রিম টেকনোলজি এন্ড ইনস্টিটিউটের (ডিটিআই) পরিচালক জানান, দেশের বেকারত্ব হ্রাস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে এক বছরে প্রায় ২৩ জনের চাকরি হয়েছে। তবে আগামীতেও রয়েছে অনেক বড় সম্ভাবনা।

পুন্ড্র ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সহকারী জানান, আমাদের দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এরকম প্রশিক্ষণ নেওয়া দরকার। ফলে আমাদের দেশের বেকারত্ব হ্রাস পাবে। এরকম উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং সেই সঙ্গে ডিটিআই এর সফলতা কামনা করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড