• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে দুইদিনে ১৫ ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

  ফেনী প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, ২২:০৩
অসুস্থ ছাত্রী
অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ( ছবি : দৈনিক অধিকার )

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে ২দিনে ১৫ ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে ৭ ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। এর আগে সোমবার (১৮ মার্চ) স্কুলটির আরও আট ছাত্রী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। এ ঘটনায় দুইদিন স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল হক মজুমদার জানান, মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে নবম শ্রেণির হনুফা আক্তার ও সৃষ্টি আক্তার, অষ্টম শ্রেণির নুসরাত ইয়াসমিন, সাজেদা আক্তার, সুলতানা আফরা, বিবি কুলসুম, ফারহানা আক্তার অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্কুল দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

নাছিমা আক্তার নামে এক অভিভাবক জানান, আমার মেয়ে নারগিস সুলতানা ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার স্কুলে একটু মাথা ঘুরালেও বিকালে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। নারগিসকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ‘মাস হিস্টেরিয়া’ নামে একটি রোগ রয়েছে। মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হতে পারে। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড