• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পলাতক মাদক কারবারিরা সাজা পেল দুই বছর

  ফেনী প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, ০৬:৫৮
আদালত
আদালত (ছবি- সংগৃহীত)

ফেনীতে জোসনা (৫৩) ও মনোয়ারা বেগম (৪৯) নামে পলাতক দুই মাদক কারবারিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৮ মার্চ) ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জর্জ অসীম কুমার দে-র আদালতে এ সাজা দেওয়া হয়।

আদালতের এপিপি এএসএম শহীদুল্লাহ জানান, জামিনের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের এ সাজা প্রদান করেন।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালের জুলাই মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পদুয়া দোলা মিয়া রাস্তার মাথায় চালানো অভিযানে তাদের আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই জনের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ওই ঘটনায় এএসআই বাহা উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনজন স্বাক্ষীর জবানবন্দী শেষে দুই আসামিকে এ দণ্ড দেন আদালত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড