• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫ মিনিটেই অগ্রিম ফিরতি টিকেট শেষ!

  অধিকার ডেস্ক

০৯ জুন ২০১৮, ১৮:২৫

রাজশাহী রেলওয়ে স্টেশনে কাউন্টারের সামনে ট্রেনের ফিরতি টিকেট না পেয়ে বিক্ষোভ করেছেন টিকেট প্রত্যাশীরা। শনিবার (৯ জুন) সকালে ১৮ জুনের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু করে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। টিকেট বিক্রি শুরু করার ১৫ মিনিটে মাত্র ১৬টি এসি টিকিট বিক্রি করে কাউন্টার থেকে জানানো হয় এসির সিট নাই।

টিকেট প্রত্যাশীদের বরাত দিয়ে জানা যায়, ঈদ শেষে ১৮ জুন থেকে কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় সকাল সাড়ে ৮টায়। রাজশাহী স্টেশনে টিকিট দেওয়া শুরুর ১৫ মিনিটের মাথায় জানানো হয়, এসির সিট শেষ। তখন পর্যন্ত মাত্র ১৬টি টিকেট বিক্রি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেলে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে টিকেট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই নারীসহ ছয়জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড