• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী

  মোংলা প্রতিনিধি

০৮ জুন ২০১৮, ২১:১২

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে আজ সকালে ২৪০ কেজি জবাইকৃত হরিণের মাংস ও একটি নৌকা জব্দ করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।

মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল ১০ টার দিকে সুন্দরবনের শরণখোলা রেন্জের বলেশ্বর নদীতে একটি নৌকায় করে জবাইকৃত হরিণের মাংস পাচারের চেষ্টা করছে একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদী এলাকায় একটি নৌকাকে চ্যালেন্জ করে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে নৌকায় থাকা পাচারকারী চক্রের সদস্যরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার কারনে কাউকেই আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে ২৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত হরিণের মাংস সুপতি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হলে কোস্টগার্ড বাহিনীর উপস্থিতিতে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

সুন্দরবন এলাকায় আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারি সত্বেও বন্যপ্রাণী হত্যা ও পাচারকারীদের অপতৎপরতা কোন ভাবেই রোধ করা যাচ্ছেনা। তবে এ বন্যপ্রাণী হত্যাকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড