• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামইরহাটে বৃদ্ধকে খুনের ঘটনায় আটক ৩

  নওগাঁ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০
আটক
আটক ৩ খুনি কামরুল হাসান রিমন, খোরশেদ আলম বাবু ও আলামীন আলী (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে বৃদ্ধ আবেজ উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার মূল হোতাসহ ৩ খুনিকে আটক করেছে পুলিশ। বৃদ্ধের লুট হওয়া মুঠোফোন ট্রেস করে পুলিশ আসামিদের আটক করে। পরবর্তীতে চুরি যাওয়া দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, রবিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ বৃদ্ধ আবেজ উদ্দিনের লুট হওয়া মোবাইল ফোন ট্রেস করে নওগাঁ জেলা সদরের মুক্তির মোড় নামক স্থান থেকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল হাসান রিমন (২০) কে আটক করে। রিমনের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার মূল পরিকল্পনাকারী ধামইরহাট পৌরসভার অন্তর্গত আমাইতাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. খোরশেদ আলম বাবু (৩৫) আটক করে পুলিশ। এ খুনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে নওগাঁর সদর থানার সরাইল মন্ডলপাড়া গ্রামে মো. জহির উদ্দিনের ছেলে আলামীন আলী (১৯) কে আটক করে পুলিশ। কামরুল হাসান রিমন ও আলামীন আলী পল্লী বিদ্যুতের এক ঠিকাদার হিরার শ্রমিক হিসেবে আমাইতাড়া গ্রামে কাজ করছিল।

এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম বলেন, খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী খোরশেদ আলম বাবুর প্রত্যক্ষ সহযোগিতায় রিমন ও আলামীন বৃদ্ধ আবেজ উদ্দিনকে হাসনাত চাউল কলের লিচু বাগানে নিয়ে খুন করে। খুন করার পর হাসনাত চাউল কলের অফিস ঘরে ঢুকে আলমারী ভেঙে জমির মূল্যবান দলিল, বিভিন্ন ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। চাউল কলের পার্শে খোরশেদ আলম বাবুর বাড়ী হওয়ার প্রায় সময় বাবুর ছাগল, হাস, মুরগী ধান খাওয়ার জন্য চাতালে আসতো। এ নিয়ে বৃদ্ধ আবেজ উদ্দিনে সঙ্গে বাবু বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবু বৃদ্ধ আবেজ উদ্দিনকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। এর জের ধরে আসামিরা যোগসাজসে এ খুনের ঘটনা ঘটায়।

পরে পুলিশ আসামিদের বাড়ি থেকে চুরি যাওয়া দলিলপত্র,ব্যাংকের চেক বই ও বৃদ্ধের মোবাইল ফোন উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা বের করা হবে। মঙ্গলবার সকালে আসামিদের নওগাঁ কোর্ট হাজতে চালান করা হয়।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারে নজিপুর সড়কের পার্শে হাসনাত চাউল কলের কেয়ার টেকার আবেজ উদ্দিন (৭০) কে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করে নিজ শোয়ার বিছানায় রেখে যায় খুনিরা। ওই চাউল কলের মালিক মো. খালেকুজ্জামান (জামাল) বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড