• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন বীরঙ্গনা পাতাসী

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩

পাতাসী
বীরঙ্গনা পাতাসী। (ছবি : সংগৃহীত)

স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৭১’র মুক্তিযুদ্ধে পাকিস্তানী সেনা বাহিনী ও রাজকারদের হাতে পাশবিক নির্যাতনের শিকার চলনবিলের তাড়াশ উপজেলার বীরঙ্গনা পাতাসী।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬০তম সভায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ গ্রামের মৃত ছমির প্রামানিকের স্ত্রী পাতাসী বেওয়া (৭০) কে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।

পাতাসীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভূক্তির বিষয়টি তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম নিশ্চিত করে বলেন, আমরা পাতাসী বেওয়ার বিষয়ে বেশ কয়েকবার তথ্য পাঠিয়েছিলাম।

গত সোমবার বীরাঙ্গনা পাতাসীর সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে পাক বাহিনীর স্থানীয় রাজাকারদের সহযোগীতায় তাকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সামরিক ক্যাম্পে। পরে তাদের দ্বারা সেখানে তিনি পাশবিক নির্যাতন শিকার হন।

অবশেষে স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনা পাতাসী বেওয়া কান্না জড়িত কন্ঠে জানান, দীর্ঘদিন যাবৎ ৪ ছেলে ৩ মেয়ে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করে আসছেন। বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধার এ স্বীকৃতি আমার জীবনের শ্রেষ্ঠ ও শেষ পাওয়া। এ সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড