• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

  কুষ্টিয়া প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬
শিলা বৃষ্টি
শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি (ছবি- দৈনিক অধিকার)

কুষ্টিয়ায় শিলা বৃষ্টিতে বিভিন্ন ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুরুয়ারি) ভোরে এ শিলাবৃষ্টি হয়। এতে জেলার বিভিন্ন উঠতি রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে, সদর উপজেলায় শিলা বৃষ্টিতে ৬২০ হেক্টর ভুট্রা, ১০হেক্টর রসুন, ৫০ হেক্টর গম, ১০০হেক্টর মসুর, ৪০ হেক্টর খ্যসাড়ি, ৫ হেক্টর কলা ও ৫ হেক্টর পানের ক্ষতি হয়েছে। মিরপুর উপজেলায় ৫০০হেক্টর তামাক, ৩০ হেক্টর ভুট্রা, ৪হেক্টর রসুন, ২৬হেক্টর গম, ২২হেক্টর মসুর, ২ হেক্টর কলার ক্ষতি হয়েছে।

এদিকে কুমারখালি উপজেলায় শিলা বৃষ্টিতে ২১হেক্টর ভুট্রা, ৪০হেক্টর রসুন, ৪৫ হেক্টর গম, ৪০হেক্টর মসুর এবং ১২হেক্টর সবজির ক্ষতি হয়েছে। সদর উপজেলার কৃষক বটতৈল গ্রামের সোবহান বলেন, রবিবার ভোরের দিকে এ শিলাবৃষ্টিতে উঠতি রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কবুরহাট কদমতলা এলাকার কৃষক আব্দুল কুদ্দুস জানান, ৫ বিঘা জমি বর্গা নিয়ে ধান আবাদ করা হয়েছিল। যার পুরোটা নষ্ট হয়ে গেছে।

মিরপুর উপজেলার কাকিলাদহ এলাকার মল্লিক পাড়ার কৃষক আবু বক্কর বলেন, এবছর আমি বর্গা নিয়ে সাড়ে তিন বিঘা জমিতে তামাকের চাষ করেছি। ক্ষেতে তামাকের কাজ প্রায় শেষের দিকে। এখন বাড়িতে এনে শুকিয়ে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে রাতে প্রচুর শিলাবৃষ্টিতে আমার সব তামাক নষ্ট হয়ে গেছে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, কৃষকরা যদি তামাকের বিকল্প মসুর, ভুট্টা, গম, পেঁয়াজ, রসুন ও ধান চাষ করে তাহলে এ ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়ে লাভবান হতে পারেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভুতি ভূষণ সরকার বলেন, শিলা বৃষ্টিতে খাদ্যশস্য আক্রান্তের বিষয়ে আমরা উদ্ধর্তন অফিসে অবহিত করবো। যদি সরকারী কোন সহযোগীতা আসে তবে কৃষকদের দেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড