• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুকিয়ে যাচ্ছে নদী, চিন্তায় কৃষকরা

  ফেনী প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫
পানির সঙ্কট
নদীতে পানির সঙ্কট (ছবি- দৈনিক অধিকার)

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে পানির সঙ্কটের কারণে এবার বোরো ধান চাষাবাদ হুমকির মুখে পড়েছে। পানির সঙ্কটে ৫শ হেক্টরে জমি অনাবাদী থাকার আশঙ্কা করছেন কৃষকরা। জরুরি ভিত্তিতে পরশুরামের মুহুরী ও কহুয়া নদীর মোহনার মুখে অস্থায়ী বাঁধ নির্মাণের দাবি কৃষকদের। এতে পৌর এলাকা ও চিথলিয়ার কয়েক হাজার কৃষক সেচ সঙ্কট থেকে রেহাই পাবেন উল্লেখ করে বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন।

পরশুরাম উপজেলা কৃষি সূত্র অফিস জানায়, পানি সঙ্কটের কারণে স্থানীয় পৌর এলাকার উত্তর ও দক্ষিণ কোলাপাড়া, বাঁশপদুয়া, খোন্দকিয়া, বাউরখুমা, বাউরপাথর, বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর, দক্ষিণ টেটেশ্বর, চিথলিয়া ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া, চিথলিয়া, রাজষপুর, শালধর, ধনিকুন্ডা, মির্জানগর ইউনিয়নের পূর্বসাহেবনগর, কালিকৃষ্ণনগর, মেলাঘর, কালিকাপুরসহ প্রায় ২০টি গ্রামে পানির সঙ্কটে কৃষকদের বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে।

উত্তর কোলাপাড়া গ্রামের এক কৃষক জানান, ‘মুহুরী নদীর উজানের অংশে ভারত সীমান্তে পানি আটকে রাখায় বাংলাদেশের অংশে পানি প্রবাহ কমে গেছে। পানি প্রবাহ না থাকায় কহুয়া নদী একেবারেই শুকিয়ে গেছে। সেচ পাম্প চালু করার কিছুক্ষণের মধ্যে পানি সঙ্কটে তা বন্ধ হয়ে যায়।’

উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টু জানান, ‘কৃষকদের পানি সঙ্কটের বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।’

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলায় চলতি বছরে বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৭০ হেক্টর জমি চাষাবাদের। তবে নদীর পানি শুকিয়ে যাওয়ায় অন্তত ৫০০ হেক্টরে জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে কৃষিখাত। ফলে কৃষিখাতে এ উপজেলা প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি সম্মুখীন হবে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড