• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামের অর্ধেক এলাকায় বন্ধ গ্যাস সরবরাহ

  অধিকার ডেস্ক    ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩

চট্টগ্রাম
চট্টগ্রামে অর্ধেক এলাকায় নেই গ্যাস

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে যাওয়ায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নগরীর অর্ধেক অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার সন্ধ্যায় সিটি কর্পোরেশন আকমল আলী রোড এলাকায় খাল খননের কাজ করার সময় ২৪ ইঞ্চি ব্যাসের রিং মেইল লাইন ফেটে যায়। এ ঘটনার পর পরই কর্ণফুলী গ্যাস কোম্পানি মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

এদিকে গ্যাসের সরবরাহ না থাকায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, বন্দর, ইপিজেড পতেঙ্গা এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। এ এলাকাগুলোতে বন্ধ রয়েছে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহও।

খনন কাজের সময় ফেটে যাওয়া পাইপ লাইনটি মাটির অন্তত ১২ ফুট নিচে। ক্ষতিগ্রস্ত পাইপ বের করে আনার চেষ্টা করা হচ্ছে।

মেরামত কাজ শেষ করতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) কর্মকর্তা সরওয়ার হোসেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড