• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৫০ জনের বিরুদ্ধে মামলা করল বিজিবি, মৃতরাও আসামি!

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩
থানা
হরিপুর থানার ওসি (ছবি- দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনসহ আড়াইশ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দুটি দায়ের করেন। মামলা দুটির মধ্যে একটিতে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদেকুল ইসলামকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা, বিজিবি সদস্যদের ওপর চড়াও, অস্ত্র নিয়ে জীবননাশের চেষ্টা, সরকারি অস্ত্র লুটের চেষ্টার অভিযোগে আরেকটি মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশজনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে হরিপুর থানা পুলিশের ওসি আমিরুজ্জামান বলেন, বিজিবির দেওয়া মামলা দুটি গ্রহণ করা হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড