• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

  ফেনী প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২
নিহত
ছবি : জেলার মানচিত্র

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে ফেনীর ইকবাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে আফ্রিকার ব্লুপনটিনের বোচাবিলু নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল জেলার দাগনভূঞা পৌর শহরের আমানউল্ল্যাহপুর গ্রামের শাফি কোম্পানি বাড়ির মফিজুর রহমান ড্রাইভারের ছেলে।

নিহতের পরিবার জানায়, ইকবাল হোসেন ১২ বছর আগে আফ্রিকায় যায়। ঘটনার দিন রাতে সন্ত্রাসীরা ইকবারের দোকানে ঢুকে মালামাল লুট করে। এতে বাধা দিলে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে আফ্রিকায় থাকা নিহতের ছোট ভাই ইমরান হোসেন সুমন হাসপাতাল মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।

দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউপির চন্দ্রদ্বীপ গ্রামের মহিন উদ্দিন ও পৌর এলাকার শ্রীধরপুর গ্রামের নাজমুল হুদা বিপ্লব নামে দুই জনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড