• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান পদ থেকে বাতিল ৪ প্রার্থী

  লালমনিরহাট প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫
উপজেলা পরিষদ নির্বাচন
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের যাচাই বাছাইকালে (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটে উপজেলা পরিষদ নির্বাচন পরিষদের মনোনয়ন জমাদানকৃত প্রার্থীদের যাচাই বাছাই মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। জমাদানকৃত কাগজপত্রে ভুলত্রুটি থাকায় প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এতে পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পদে প্রার্থীর ভোটারের ফরমে ভোটারের স্বাক্ষর কম থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আয় কর সনদ না থাকায় ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

এ দিকে হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদে ৫ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আদিতমারী উপজেলায় ৩ জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমের মনোনয়ন বাতিল হয়।

লালমনিরহাট সদর উপজেলায় ৩ জন প্রার্থীর মধ্যে ৩ জনই বৈধতা পেয়েছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড