• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোহাগড়ায় জমি দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগ

  নড়াইল প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭
ইটভাটা
ইটভাটা নির্মাণ (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের লোহাগড়ায় অন্যের জমি দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়ার জয়পুর গ্রামের মৃত সৈয়দ খোরশেদ আলীর ছেলে সৈয়দ মোসাদ্দেক আলী মনা এই অভিযোগ করেন

মোসাদ্দেক আলী অভিযোগ করে বলেন, কাশিপুর ইউপির বাহিরপাড়া গ্রামের মৃত আমানত মোল্যার ছেলে আইয়ুব হোসেন মোল্যা জোরপূর্বক আমার মায়ের নামে থাকা ধোপাদহ মৌজার ৯৯৩ নম্বর হাল দাগের ১৪ শতক জমি দখল করে এলএমবি ব্রিকস নামে ইটভাটা নির্মাণ করে কার্যক্রম শুরু করেছে। বারবার বলা সত্বেও আইয়ুব হোসেন ওই জমি ছাড়ছেন না।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ মাস আগে বাহিরপাড়া গ্রামে কৃষি জমিতে ওই ইটভাটা নির্মাণ করা হয়। টিনের চিমনি দিয়ে ইটভাটা চালানো হচ্ছে। পোড়ানো হচ্ছে কাঠ। দেদারছে বের হচ্ছে ধোঁয়া। ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে। অথচ প্রশাসন দেখছে না।

এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব হোসেনের সঙ্গে মুঠোফনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড