• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা পরিষদ নির্বাচন

গাইবান্ধায় আ. লীগ মনোনীত প্রার্থী হলেন যারা

  গাইবান্ধা প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭
নির্বাচন
গাইবান্ধায় আ. লীগ মনোনীত প্রার্থীগণ (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধা জেলার ৭টি উপজেলার মধ্যে ৬টিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার নির্বাচনি বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছেন। তবে সুন্দরগঞ্জ উপজেলায় মনোনয়ন এ পর্যায়ে দেওয়া হয়নি।

চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন-

গাইবান্ধা সদর

গাইবান্ধা সদর উপজেলায় শাহ সারোয়ার কবীর। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি সদর থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা কমিটির সদস্য। তার দাদা শাহ আব্দুল হামিদ ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার।

সাদুল্যাপুর

সাদুল্যাপুর উপজেলায় মনোনয়ন দেয়া হয়েছে শাহরিয়ার খান বিপ্লবকে। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি ছাত্রজীবনে সাদুল্যাপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগ উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পলাশবাড়ি

পলাশবাড়ি উপজেলায় মনোনয়ন দেয়া হয়েছে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎকে। তিনি ২০১১ সালের উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

গোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জ উপজেলায় মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল লতিফ প্রধানকে। তিনি পর পর ৩ বার মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। নির্বাচনে অংশ গ্রহণের জন্য তিনি চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেন।

সাঘাটা

সাঘাটা উপজেলায় মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট সামছিল আরেফিন টিটুকে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার সঙ্গে জড়িত। ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে সকল মহলের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি বেশ পরিচিত।

ফুলছড়ি

ফুলছড়ি উপজেলায় মনোনয়ন দেওয়া হয়েছে জিএম সেলিম পারভেজকে। তিনি বর্তমানে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ছাত্র জীবন থেকে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম পারভেজ সেলিম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অপরদিকে পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পলাশবাড়ির জনগণের চাহিদা ছিল তাকে মনোনয়ন দেওয়ার। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেই চাহিদা পূরণ করেছেন। এজন্য উনার প্রতি আমি কৃতজ্ঞ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড