• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে একুশে বইমেলা

  চট্টগ্রাম প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬
বইমেলা
চট্টগ্রাম একুশে বইমেলা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে অমর একুশে বইমেলা-২০১৯ নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম প্রাঙ্গনে শুরু হয়েছে ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ ও মেয়র আ জ ম নাছির উদ্দীন জাতীয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে কাপাসগোলা সিটি করপোরেশন কলেজের ছাত্রীরা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।

আরও পড়ুন-ভোলায় বসতঘরে আগুন, অক্ষুণ্ণ কোরআন শরীফ

বক্তব্য রাখেন বইমেলার আহ্বায়ক নাজমুল হক ডিউক, বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, সচিব সুমন বড়ুয়া, সমন্বয়কারী আশেক রসুল টিপু প্রমুখ।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকার ৫৫টি ও চট্টগ্রামের ৫৫টি প্রকাশনা মিলে ১১০টি স্টল রয়েছে। মেলাকে ঘিরে রয়েছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান সূচি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড